অন লাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি সহ বিভিন্ন চার্জ অন লাইনে আদায়ে সোনালী ব্যাংক লিমিটেডের সাথে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এবং ডিএন ডিগ্রী কলেজের পৃথক দুটি চক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার মহিলা কলেজে এবং ডিএন কলেজে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার হাশমত আলী, মহিলা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কামাল উদ্দীন এবং ডিএন কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের এজিএম একেএম মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক মন্ডলী ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে শিক্ষা প্রতিষ্ঠান দু’টির শিক্ষার্থীরা অন লাইনে তাদের কলেজের যাবতীয় ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের সময় অপচয় ও হয়রানি বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চুক্তি সম্পাদনকারী প্রতিষ্ঠান প্রধানগন।