বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণ কাজে চাঁদা না দেওয়ায় ঠিকাদারসহ শ্রমিকদের রশি দিয়ে হাত ও পা বেঁধে নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের এক ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জুয়েল রানা। সে সমসপাড়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
রোববার রাত সাড়ে ৯ টার দিকে মামলার তদন্তকারি কর্মকর্তা তাহেরপুর ক্যাম্পের এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থেকে তাকে আটক করা হয়। বর্তমানে সে থানা হাজতে রয়েছে। থানার ওসি অরবিন্দ সরকার রাতেই যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।