ডিএনসি র অভিযানে ১১০ বোতল ফেন্সিডিল সহ আরিফ গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) র একটি অভিযানিক দল (১৮ ডিসেম্বর সোমবার) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৭ সদস্যের চৌকস আভিযানিক দল নীলফামারী কিশোরগঞ্জ এর পোড়াকোট গ্রামে মো: মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মো: হোসেন আলীর ছেলে কুখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ কে ১১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে এ সময় নীলফামারী ডিএনসি টিমের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরিফের সহযোগী মো: মাজেদুল ইসলাম(২২) ।
পরিদর্শক শফিকুল ইসলামে জানিয়েছেন অভিযানে ছিলেন উপপরিদর্শক মো: এনামুল হক, জায়েদ আল জাফরী, সহকারী প্রসিকিউটর শাদীদ মো: মুনতাসির এলাহী, সিপাই রবীন্দ্র চন্দ্র নাগ, সিপাই নুর ইয়াসিন মুজাহিদ, সিপাই আসাদুজ্জামান, সিপাই মনিরুজ্জামান।উপপরিদর্শক এনামুল হক বাদী হয়ে আরিফ(পলাতক) ও মাজেদুল(গ্রেফতার) এর বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এফআর/অননিউজ