ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণের এ চিঠি গ্রহণ করেন। তিনি বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হবে।
এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমপি।
উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ