ডিভিশন সুবিধা ভোগ না করে সাধারণ ওয়ার্ডেই কারাবাস করছেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন।
শাহীন আহমেদ,কুড়িগ্রাম প্রতিনিধি।

আদালতের নির্দেশে ডিভিশন সুবিধাপ্রাপ্ত হলেও কুড়িগ্রাম কারাগারের সাধারণ মহিলা ওয়ার্ডেই অবস্থান করছেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রবিবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ছয় দিনেও তাকে ডিভিশন সুবিধাযুক্ত কারাগারে স্থানান্তর করা হয়নি। এ নিয়ে আইনজীবীসহ স্থানীয়দের মধ্যে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়েছে।
কুড়িগ্রাম জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এ কারাগারে ডিভিশন সুবিধার অবকাঠামো নেই। আদালতের নির্দেশে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও সুলতানা পারভীন নিজ আগ্রহে এখানেই থাকছেন। গত পাঁচ দিন ধরে তিনি সাধারণ মহিলা ওয়ার্ডে অবস্থান করছেন।
এর আগে, সাংবাদিক নির্যাতনের মামলায় গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাবেক ডিসি সুলতানা পারভীন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন আইনজীবীর মাধ্যমে ডিভিশন সুবিধার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য ২০২০ সালের ১৩ মার্চ রাতে সরকারি একটি পুকুর সংস্কার করে সংবাদ প্রকাশের জেরে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় বর্তমানে কারাভোগ করছেন সুলতানা পারভীন। ফৌজদারি মামলা চলমান থাকা অবস্থায়ও তিনি যুগ্মসচিব পদে পদায়ন ও পদোন্নতি পেয়েছিলেন, যদিও তা নিয়ে উচ্চ আদালতে রুল জারি রয়েছে।
‘রাতের ভোট’ খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮) সালে সুলতানা পারভীন কুড়িগ্রামের জেলা প্রশাসক থাকাকালীন রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন। সেই সময় থেকেই তিনি দুর্দান্ত প্রতাপশালী হয়ে ওঠেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তবর্তীকালীন সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে।
আইনজীবীরা বলছেন, কারাগারে ডিভিশন সুবিধা পাওয়া সত্ত্বেও কোনও আসামি সাধারণ ওয়ার্ডে থাকতে চান—এমন নজির নেই। সাবেক ডিসির এ অবস্থান নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তাদের মতে, তিনি সুবিধাবিহীন কুড়িগ্রাম কারাগারেই থেকে বাড়তি সুবিধা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেন,
ডিভিশনপ্রাপ্ত আসামি ডিভিশনে না যাওয়ার অর্থ হলো, নন-ডিভিশন কারাগারে এমন কিছু সুবিধা পেয়েছেন যা ডিভিশনের চেয়েও উত্তম বলে সন্দেহ হয়। কারণ সাধারণত ডিভিশন পাওয়ার যোগ্য ব্যক্তি একটি দিনও ডিভিশনের বাইরে থাকতে চান না। বিষয়টি অবশ্যই তদন্ত করা উচিত।
কুড়িগ্রাম জেলা কারাগারের দায়িত্বরত জেলার এ.জি. মাহমুদ বলেন,
সাবেক ডিসি সুলতানা পারভীন গত ২ সেপ্টেম্বর থেকে কুড়িগ্রাম জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে রয়েছেন। তিনি ডিভিশন পেয়েছেন, তবে এখানে সে সুবিধার অবকাঠামো নেই। তাই তিনি সাধারণ ওয়ার্ডেই আছেন। কোর্টের নির্দেশ ছাড়া আমরা অতিরিক্ত কোনও পদক্ষেপ নিতে পারছি না।
jn