ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের বাথরুম ও বেডরুম থেকে জব্দ করা হয়েছে ১১২ লিটার সায়বিন তেল ও ২৫০ কেজি মসুর ডাল। কুমিল্লায় ফয়সালুর রহমান নামের ওই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। জব্দ মালামাল দেয়া হয়েছে এতিমখানায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এর নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম।
তিনি জানান, কুমিল্লা মহানগরীর কালিয়াজুড়ি এলাকায় মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক ফয়সালুর রহমান টিসিবির তেল ইচ্ছামতো দামে বিক্রি করছেন বলে অভিযোগ ছিল।
অভিযানের সময় ডিলার বেশ কিছু মালামাল লুকিয়ে ফেলেন। তার সন্ধানে বাড়িতে তল্লাশি করার সময় বাথরুমে পাওয়া যায় ১১২ লিটার সয়াবিন তেল। তার বেডরুমে খাটের নিচে ছিল মসুর ডালের ৫০ কেজি ওজনের পাঁচটি বস্তা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় টিসিবির এ ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করে। তার বাড়ি থেকে জব্দ করা মালামাল এতিমদের মাঝে বিলিয়ে দিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হন্তান্তর করা হয়েছে।