সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইনে দাবি করা হয়, ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।’ কিন্তু যাচাই করে দেখা গেছে, এই তথ্য একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ভুয়া দাবিটির সত্যতা যাচাই করতে গিয়ে রিউমর স্ক্যানার টিম জানতে পারে, ‘পরীমণির ঝুলন্ত মরদেহ’ দাবির সঙ্গে যুক্ত পোস্টগুলোতে কমেন্টে একটি ক্লিকবেইট লিংক দেওয়া হয়েছে। লিংকে প্রবেশ করলে কোনো সুনির্দিষ্ট তথ্য নয়, বরং সন্দেহজনক বিজ্ঞাপন ও অন্য পেজে রিডাইরেক্ট করে—যেখানে "Regular360" নামের একটি অজানা সাইটের সূত্র দেখানো হয়। এই সাইটটি বিশ্বাসযোগ্য কোনো সংবাদমাধ্যম নয়, বরং ভূঁইফোঁড় একটি নামমাত্র পোর্টাল বলে শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে সোমবার ১৯ মে ২০২৫ তারিখ উল্লেখ থাকলেও জাতীয় কিংবা স্বীকৃত কোনো গণমাধ্যমে এ ধরনের সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। উপরন্তু, পরীমণির অফিশিয়াল ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, আজ (১৯ মে) সকালেও তিনি একটি পোস্ট করেছেন, যা তাঁর সুস্থ ও সক্রিয় থাকার স্পষ্ট প্রমাণ।
পরীমণি বর্তমানে নিজের সন্তানকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তান প্রতিপালনে মন দিয়েছেন তিনি। এ অবস্থায় এমন গুজব ছড়ানো নিছক মানসিক হয়রানি ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।
বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রিয় তারকাদের ঘিরে এমন ভিত্তিহীন গুজব কেবল সামাজিক অস্থিরতা বাড়ায় এবং দায়বদ্ধ মিডিয়ার প্রতি মানুষের আস্থা নষ্ট করে।
রিউমর স্ক্যানার ও সংশ্লিষ্ট সূত্রের পর্যবেক্ষণ অনুযায়ী, চিত্রনায়িকা পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সূত্র:একুশে ইটিবি
মজ/অননিউজ২৪