ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কলেজ মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবী মেনে নেওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দাসহ হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বক্তরা।

আরো দেখুনঃ