রাজধানী ঢাকায় বসবাসরত কুমিল্লার দেবিদ্বার উপজেলার নাগরিকদের সংগঠন দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি।
শুক্রবার সকালে পুরানা পল্টনে অবস্থিত সমিতির কার্যালয়ে এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
৫৭ সদস্যের ওই কমিটিতে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে আহবায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে সদস্য সচিব কারা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহবায়ক পদে আছেন ১৪ জন। তারা হলে- অধ্যক্ষ মো. মনজুরুল আলম খাঁন, সাবেক জেলা রেজিষ্ট্রার আব্দুল করিম সরকার, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা, ড. এ কে এম ফারুক, সাবেক উপ সচিব মোঃ ফজলুল করিম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার, অধ্যাপক নজরুল ইসলাম খান, হাজী মো. ফিরোজ, এড. জাহাঙ্গীর আলম সরকার, এড. জসিম উদ্দিন, অধ্যাপক মফিজুল ইসলাম ভূইয়া, এড. এম এ হালিম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল বারী সরকার।
যুগ্ম সদস্য সচিব পদে আছেন মাহমুদুর রহমান মঞ্জু ও তানজির আহমেদ হাজী তুহিন। তাদেরকে ছাড়াও এ কমিটিতে আরো ৩৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
১৯৭৫ সালে এ সমিতি প্রতিষ্ঠালাভ করে। এ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গুনাইঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সোবহান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন মফিজ আহমেদ।
এফআর/অননিউজ