ঢাকাস্থ সোনাগাজী সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে শুক্রবার ঢাকাস্থ সোনাগাজী সমিতির উদ্যোগে পৃথক দুটি কেন্দ্রে দ্বিতীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উক্ত পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে ৯৭৩জন শিক্ষার্থী অংশ নেন। সোনাগাজী কামিল মাদরাসার অধ্যক্ষ মো. ইব্রাহীম খলিল ও বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম কেন্দ্র সচিবের দায়ীত্ব পালন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও বৃত্তি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন খান কিসলু সিআইপি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, শিক্ষা বৃত্তি উপকমিটির সভাপতি সাবেক সচিব মাহবুবুল হক মিল্লাত, সহসভাপতি নাজমুল করিম দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন শিমুল, যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম রাজ, ড. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন জনি, প্রচার সম্পাদক আকরাম হোসেন রিংকু, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, যুবকল্যাণ সম্পাদক মোরশেদ আলম প্রিন্স, নির্বাহী কর্মিটির সদস্য নুরুল হুদা সায়েম, মিজানুর রহমান, সাইফ উদ্দিন সুমন ও মঞ্জুরুল ইসলাম সুমন প্রমূখ।

আরো দেখুনঃ