১৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ০২টায় ঢাকাস্থ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অষ্টম তলাস্থিত সভাকক্ষে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সাথে সৌজন্যে সাক্ষাত করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিসহ কুমিল্লা বারের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, কুমিল্লার সাবেক জেলা পিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার, সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ নুরুল ইসলাম (২), সহ-সভাপতি এড. আব্দুল মান্নান মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এড. মোঃ শাহজাহান সিরাজ, ট্রেজারার এড. মোঃ আমির হোসেন খাঁন, লাইব্রেরি সেক্রেটারি এড. লোকমান আহমেদ, আইটি সম্পাদক এড. এএমএম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি এড. শাহাবউদ্দিন, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এড. মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী সদস্য এড. আব্দুল হান্নান লিটন, নির্বাহী সদস্য এড. মোঃ ওমর খালেদ, নির্বাহী সদস্য এড. মোঃ নুরুল ইসলাম, এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও এড. তাপস চন্দ্র সরকার প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।