বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। নাম ‘পিয়া রে’।
সংবাদটি আগেই জানিয়েছিল এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। এবার জানালো, করোনা পরিস্থিতি ভালো হওয়ায় এ মাসেই শুরু হচ্ছে এর শুটিং। আর এ কারণে মাসের শেষ সপ্তাহে এই টলি তারকা আসছেন ঢাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘এখন লকডাউন আর নেই। পরিস্থিতিও স্বাভাবিকের পথে। তাই আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসবেন কৌশানী। এরপর পূবাইল ও চাঁদপুরের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন তিনি।’
সেলিম খান আরও জানান, কলকাতার এ নায়িকার শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছেন তারা।
জানা যায়, ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কৌশানী। পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে।
এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।