কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে নানান আয়জনের মাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল 'ঢাকা পোস্ট' এর ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন ঢাকা পোস্টের কুমিল্লা জেলা প্রতিনিধি অমিত মজুমদার। সিটি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নিশিত সাহা।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত নিউজ পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক,সাংবাদিক রিমি,এমদাদুল হক ভূঁইয়া সোহাগ, নিউজ বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু,অননিউজ 24 এর প্রতিনিধি মোঃ ফজলুল হক জয়। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফ, মেক রানা, নেকবর হোসেন,রায়হান হোসেন ।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে সম্মাননা স্মারক দেওয়া হয় তিন নদী পরিষদের কর্ণধার আবুল হাসানাত মোঃ বাবুল কে।