ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, বিস্ফোরণের কারণ উদঘাটনে তারা গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ককটেল বা পটকা জাতীয় কিছু হতে পারে।
শাহবাগ থানা পুলিশ ও প্রক্টর ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।
সূত্র:বিডি২৪লাইভ
আ/অননিউজ২৪
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com