চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের খিলমেহের গ্রামের মো. আলাউদ্দিন মাস্টার ও লুৎফা বেগমের মেয়ে জান্নাতুল ফেরদৌস ২০২১-২০২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষায় প্রায় সাতচল্লিশ হাজার শিক্ষার্থী অংশ নেয়। জান্নাতুল ফেরদৌস তাদের মধ্যে ১৯১তম মেধাস্থান অর্জন করেছে।
সে কচুয়ার পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ থেকে এইচএসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তার বড় ভাই মো. রেজাউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। একই পরিবারের দুই ভাই-বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তার পরিবার, এলাকাবাসী এবং শিক্ষকবৃন্দ বেশ আনন্দিত।
বড় ভাইয়ের মত সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। অত্যন্ত মেধাবী ও পরীশ্রমী জান্নাত ছোটবেলা থেকেই সকল পরীক্ষায় মেধাতালিকায় স্থান করে নিয়েছে। সমাজের একজন সফল ও পরোপকারী মানুষ হিসাবে যেন গড়ে উঠতে পারে সেজন্য সে সকলের নিকট দোয়া কামনা করেছে তার বাবা মা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।