আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলীয় প্রতীক গ্রহণ করেন ফেরদৌস। এইদিন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন।
প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন ফেরদৌস।
প্রসঙ্গত, সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিল শেষ হয় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয় ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ হয় ১৭ ডিসেম্বর। নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
সূত্র : আরটিভি অনলাইন
এফআর/অননিউজ