আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসেন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি। ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে আসনে মনোনয়ন পেয়েছেন সেই একই আসন থেকে এনসিপির হয়ে লড়বেন তিনি।
একই সময় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সূত্রঃchannel i
আই/অননিউজ২৪।।