ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও বিষয় মনোনয়ন প্রাপ্ত সাক্ষাৎকারে অংশ নেয়া শিক্ষার্থীদের ভর্তি বাতিলে নির্দেশনা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
বিষয় বরাদ্দের পর বরাদ্দপ্রাপ্ত কোনো প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনাগ্রহী হলে রোববার (২ জুন) মধ্যে তার বরাদ্দ বাতিল করে জমাকৃত ট্রান্সক্রিপ্ট সংশ্লিষ্ট ইউনিট অফিস হতে ফেরত নিতে পারবে। অন্যথায় তাকে বিভাগে সম্পূর্ণ ভর্তি ফি সহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে হবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা; বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১ মার্চ; ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৪ ফেব্রুয়ারি এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৯ মার্চ অনুষ্ঠিত হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় থেকে জানতে পারবেন।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24