ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেয়া নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) চারজনেরই মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেঁচে থাকা এক কন্যা সন্তানের অবস্থাও আশঙ্কাজনক।
রোববার (১৫ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করে নবজাতক বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. সাবিহা সুলতানা বলেন, নরমালে একে একে পাঁচ শিশু জন্ম হয়। এরপর চারজনকে নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিল তারা। ওই দিন রাতেই একজনের মৃত্যু হয়। এরপর শুক্রবার দুই জনের মৃত্যু হয়। বর্তমানে একজন বেঁচে আছে, তার অবস্থাও ভালো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, শিশুগুলো অপরিপক্ক অবস্থায় জন্ম নিয়েছিল। মাত্র ২৬ সপ্তাহ বয়সে। তাদের ওজন খুবই কম ছিল। বর্তমানে যে মেয়ে শিশুটি চিকিৎসাধীন রয়েছে, তার ওজন ৯০০ গ্রাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নরমালে পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের সিএনজি চালক মামুনের স্ত্রী মানসুরা বেগম (২২)। ওই দিন তিনি সকাল ৮টায় প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হন ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে।