মাদারীপুরে একটি ভবনের ঢালাইয়ের ইট মাথায় পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) রাতে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যার দিকে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে তানভীর হাওলাদার (২৮)।
জানা যায়, থানতলী এলাকার মজিবুর হাওলাদারের বাড়ির একতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্প্রতি শেষ হয়। শনিবার বিকেলে তার ছেলে তানভীর ঢালাইয়ের অস্থায়ী একটি কাঠামোর বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের অংশটি তার মাথার ওপরে পড়ে। এ সময় গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার সন্ধ্যার দিকে নতুন ভবনের ঢালাইয়ের বাঁশ সরাতে গিয়ে ঢালাইয়ের একটি অংশ পড়ে তানভীর নামক এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ