ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোয়াতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, লোকটি মানসিক ভরসাম্যহীন ছিল। বেশ কিছুদিন যাবত এই এলাকাতেই ঘুরাফেরা করত। গতকাল রাতে কোন এক সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কোন যানবাহন তাকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। সোমবার (২২ নভেম্বর) সকালে এলাকাবাসী ক্ষত বিক্ষত মরদেহটি দেখে তারাকান্দা থানা পুলিশকে খবর দেওয়া হয়।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) পলাশ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখন পর্যস্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।
আয়েশা আক্তার/অননিউজ24