বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির অভিযোগে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার এ কে এম শহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়।
শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, আজ শনিবার সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ বলে চিৎকার করছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রঃ jagonews24
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com