তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য মানুষ শুনে: এ্যানি চৌধুরী
অনলাইন ডেস্ক।।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বংলাদেশে বিএনপির মতন মডেলিং রাজনীতিক দল যদি বিএনপি না দিতে পারে, তাহলে আর কেউ দিতে পারবে না।
দেশের মানুষ বর্তমানে তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য অধির আগ্রহ নিয়ে শুনে থাকেন।বিশেষ করে ৫ তারিখের পর মানুষ আরও বেশি-বেশি করে তারেক রহমানের বক্তব্য শুনেন।
মানুষের প্রত্যাশার জায়গা এতো বেশি। কথা ও কাজের প্রতি ভরসা রয়েছে তারেক রহমানের প্রতি। এবং মানুষ বারবার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার গণ-দাবি তুলছে।
দেশ-বিদেশের আইনি জটিলতা কেটে গেলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
এইসময় এ্যানি বলেন, আগামী বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন।
কারণ তারেক রহমানের বাহিরে বিকল্প কেউ নেই।জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু , সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন প্রমুখ।কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ।
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।