সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের মদ সহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (২৪), পাশ্ববর্তী বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০), একই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. ইব্রাহিম (১৯)।
জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রাম সংলগ্ন বালুর চরে অবস্থান নেয়। ভোররাতে বালুর চর দিয়ে নিয়ে বিক্রি উদ্দেশ্যে যাওয়ার পথে আগ থেকে উৎপেতে থাকা পুলিশ চারটি প্লাস্টিকের বস্তা সহ তাদের আটক করে। পরে বস্তায় তল্লাশি চালিয়ে ১৫৩ পিস অফিসার চয়েস, ১৪পিস ম্যাকডুয়েল্স,৩৬ পিস এসিব্লাক সহ মোট ২০৩ বোতল ভারতীয় মদ জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় বিভিন্ন ধরনের ২০৩ বোতল মদ সহ চার মাদক কারবারিকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একজনকে পলাতক আসামি দেখিয়ে ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এফআর/অননিউজ