তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ১ জন আটক

আনলাইন ডেস্ক।।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদের চালানসহ ছয়ফুল ইসলাম(৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১১ জুন)ভোর রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রামের সুইস গেইট থেকে আটক করা হয়।

আটক যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের হেলিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এসআই মৃদুল কান্তি সরকার মামলা দায়ের করে আদালত পাঠিয়েছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন দিক নির্দেশনায় ভোর রাতে এসআই মৃদুল কান্তি সরকার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রামের সামনে সুইস গেইট এলাকায় মাদক কারবারিরা ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদের বোতল বিক্রি করার সময় অভিযান চালিয়ে মদের চালানসহ ছয়ফুলকে আটক করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান,মাদকসহ একজনকে আটক করা হয়েছে। একেই সাথে ঐ যুবকের সাথে থাকা ২শত ২০বোতল(৪৭ লিটার) জব্দকৃত করা হয়েছে,এর মূল্য ১লাখ ১৩ হাজার টাকা। মাদক নিমূলে আমাদের অভিযান অব্যাহত আছে এর সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ