তাহিরপুরে ভারতীয় মদ সহ আটক দুইজন

স্টাফ রিপোর্টার. সুনামগঞ্জ

দীর্ঘদিন ধরে মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বহন করে বিক্রি করে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিক্রয়কালে তাহিরপুর থানা পুলিশের চৌকস কর্মকর্তা এস আই সজীব দেব রায় এর হাতে ধরা পড়ে ২ মাদক কারবারি।

এসময় তাদের বহনকৃত বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ২০ বোতল মদ জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়ছড়া গ্রামের মৃত রবি দাসের ছেলে সেন্টু রবি দাস (১৯), একই গ্রামের রমিজ মিয়ার ছেলে এমারুল মিয়া ওরফে এমরুল (২৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত জুড়ে অবাধে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে হরহামেশা। ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এমন তথ্যের ভিত্তিতে রাত-বিরাত অভিযান পরিচালনা করে আসছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, ইতিমধ্যে উল্লেখযোগ্য মাদক কারবারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন চৌকস এসআই সজীব দেব রায়।

মাদকসহ দুই কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই সজীব দেব রায়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ধৃত আসামী ও জব্দকৃত মাদক আদালতে প্রেরণ প্রক্রিয়া চলছে জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন। অপরাধীদের ধরতে সর্বদা সচেষ্ট তাহিরপুর থানা পুলিশ।

আরো দেখুনঃ