বাগমারার তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার তাহেরপুর পৌর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
জেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও আ.লীগ নেতা প্রভাষক মাহাবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. পি.এম সফিকুল ইসলাম, বনবন্ধু জাহেদুর রহমান ইকবাল, তাহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেয়র পত্নী সায়লা পারভিন, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন আবুল ও শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা প্রমূখ।
এফআর/অননিউজ