তাহেরী আসার সংবাদে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৯
সাজ্জাদ হোসেন, মুরাদনগর,
![](https://onnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর কুমিল্লার মুরাদনগরে আগমনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পযর্ন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলো- নিজাম উদ্দিন (২৯), ইয়াসিন মিয়া (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল মিয়া (২৪), আল-আমিন (২৭), রহমান শিকদার (৩০), কাজল খান (২৬),ফাহিম শিকদার (২৮) ও ডালিম সরকার (৩১)। তাদেরকে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়িতে আগামী ২১ ফেব্রæয়ারি (শুক্রবার) বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার জুমার নামাজের পর প্রতিবাদ মিছিলটি বের হলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এ
সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়।
মিছিলকারী একজন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের মিছিলে হামলা করে। আমরা এর ন্যায় বিচার চাই।
মাহফিলের আয়োজকরা জানায়, মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে নারী-পুরুষরা বাঁধা দেয়। এ সময় তাদের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়। মুরাদনগর থানার ওসি জাহিদুল ইসলাম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দুপক্ষই মাহফিল করার পক্ষে-বিপক্ষে থানায় দুটি লিখিত আবেদন করে। হামলার ঘটনার পর কোনো পক্ষই
থানায় লিখিত অভিযোগ দেয়নি।