পবিত্র কোরআনের হাফেজ হলেন বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামের তামিম ভূঁইয়া মিশাল।
মাত্র ৩ বছরের কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন। গত শনিবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল কোরআনের ৩০ পারার হাফেজ হলেন।
হাফেজ তামিম ভূঁইয়া মিশাল তিতাস উপজেলার উত্তর বলরামপুরের মোস্তফা ভূইয়ার (মোস্তফা নানা) পুত্র এবং জাহাঙ্গীর ভূইয়ার ভাতিজা৷ তার পিতা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা ভূঁইয়া। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবস্থিত জামি'আ ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষীপুর মাদ্রাসা থেকে হাফেজ তামিম ভূঁইয়া মিশাল এই কোর্স সম্পন্ন করেন।
১৫ বছরের হাফেজ তামিম ভূঁইয়া মিশাল তার নিজ গ্রাম বলরামপুরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। মিশাল ভূইয়ার বড় ভাই আরিয়ান পারভেজের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,শাহ আলম মাষ্টার, হারুন মাষ্টার,আশু সর্দার,মনির হোসেন,মানিক মিয়া,সাত্তার মোল্লা, আলাউদ্দিন,শামসু ভূইয়া, আলমাছ ও মান্নানসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ৷
এফআর/অননিউজ