কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের চানপুর, মাছুমপুর এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকায় ভোট চাইলেন তিতাস উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সহধর্মিণী মীর ডলি আক্তার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর জগতপুর ইউনিয়নের মাছুমপুর, চানপুর ও ওমরপুরে লিফলেট বিতরণ, নৌকায় ভোট চান ও গণসংযোগ করেছেন।
মীর শওকত লিটনের সার্বিক দিক নির্দেশনায় গণসংযোগে নেতৃত্ব দেন মীর শওকত লিটনের সহধর্মিণী মীর ডলি আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিয়া সুলতানা, রেহানা বেগম, উজ্জ্বল বেগম, জেসমিন আক্তার ও মীর মমতা জাহান প্রীতি। তারা ঘুরে ঘুরে মহিলা, পুরুষ সকলের কাছে নৌকাকে বিজয়ী করার অনুরোধ করেন।
এফআর/অননিউজ