কুমিল্লার তিতাসের শোলাকান্দি গ্রামে ২১তম কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান প্রধান হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের অন্যতম প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বঙ্গমাতা পরিষদের সভাপতি, আমেরিকান সিটিজেনশীপ বৃহত্তর কুমিল্লা সমিতির এমডি ডাঃ মোঃ এনামুল হক। ডাঃ এনামুল হক ক্লিনিকটির উদ্যোক্তা এবং জমিদাতা। বলা যায় মূলত তার একক প্রচেষ্টাতেই ২১তম কমিউনিটি আলোর মূখ দেখলো।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিক-উর রহমান, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আশরাফ, হাসিনা আক্তার মেম্বার, খোরশেদ মেম্বার, এমওডিসি ডাঃ মোস্তফা জামান, সহকারি সার্জন ডাঃ আল আমিন ভূইয়া, সহকারি সার্জন ডাঃ জাকারিয়া পারভেজ, ডেন্টাল ডাঃ বিল্লাল হোসেন, মোঃ কবির হোসেন, পিটিআই মোঃ জাহাঙ্গীর আলম, পরিসংখ্যানবিদ খন্দকার সাইফুল ইসলাম, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আয়েশা জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এফআর/অননিউজ