কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার দুপুর ১২ টায় তিতাস উপজেলার আওতাধীন আটটি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান শপথ বাক্য পাঠ করিয়েছেন।
এ সময় তিনি বলেন, এলাকায় সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে। কে ভোট দিল আর কে ভোট দিল না তা মনে রাখা চলবে না। সকলের জন্য সমানভাবে কাজ করতে হবে। কোন প্রকার প্রতিহিংসা চলবে না।
যারা শপথগ্রহণ করেছেন তারা হলেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক বাবুল আহমেদ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান ভূইয়া খোকা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আশরাফ প্রমূখ। মামলা সংক্রান্ত কারণে কলাকান্দি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার শপথ নিতে পারেন নি।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, সংশ্লিষ্ট রির্টানিং অফিসারগণ, তিতাস উপজেলা আ'লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান মুন্সি, জেলা আ'লীগের সদস্য হাজি মোঃ নাছির উদ্দিন,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুল, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান প্রমূখ।