কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস,উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো.মহসীন ভূইয়া,সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সিকদার নিজাম চেয়ারম্যান,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক সারওয়ার হোসেন বাবু,উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সাব রেজিস্ট্রার মোমেন মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রফিক উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসামৎ লায়লা পারভীন বানু,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসামৎ রেহেনা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর জাহান, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,গাজীপুর খান মডেল সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান,মাছিমপুর আর.আর.ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির উল্লাহ,কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলী গোফরান খান,গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুর রউফ,মঙ্গলকান্দি কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন,বীর মুক্তিযোদ্ধা আবদুর রব মাষ্টার,মোসামৎ খাদিজা বেগমসহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।