তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্নে আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই। মোঃ হারুন মিয়া,মোঃ মনসুর আলী ও মোঃ গিয়াস উদ্দিন মিয়ার ঘর। জানা যায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্বর্ণসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পড়ে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে।
আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায় নি। তবে হারুণ মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটতে পারে।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার এলাকাস্থল পরিদর্শন করেন।