কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দির মরহুম শহীদুল্লাহ সরকার নুরানী হাফেজিয়া মাদ্রাসার এতিম ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের হাতে শীতের কম্বল তুলে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাব।
১৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে এগারোটায় মাদ্রাসার হল রুমে এই শীতবস্ত্র তাদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, প্রধান সমন্বয়ক মোঃ সবুজ মিয়া, মোঃ শরিফুল ইসলাম, সহ সভাপতি রাশেদ জামান, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুয়েল রানা, ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল করিম, সদস্য দ্বীন ইসলাম সাগর, উক্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী আল আমিন মাহমুদ, সাবেক মেম্বার আবুল কাশেম, গৌরীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন, সমাজসেবক নুরুল ইসলাম, বালুয়াকান্দি কবরস্থান ও ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুসা জমাদ্দার, তোতা মিয়া, আঃ খালেক ভূইয়া ও মুক্তার হোসেন মোল্লা প্রমূখ।
বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শামিম আহমেদের আর্থিক প্রনোদনায় ও ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে মাদ্রাসায় কম্বল বিতরণ কার্যক্রমের এটি প্রথম ধাপ।