তিতাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় ২৮ জুন শুক্রবার বাদ জুম্মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের মাছিমপুরস্থ গ্রামের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মতিন খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক ফুল মিয়া, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজি মোঃ হানিফ, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ মোল্লা, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, তিতাস উপজেলা নবীন দলের সভাপতি মোঃ জুয়েল খান, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসাইন, আমজাদ হোসেন, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির নেতা।
আব্দুল জলিল সরকার, রাজা মিয়া মেম্বার, কামাল হোসেন মেম্বার, শহিদ সরকার, আনিস সরকার, শহিদ খান, আক্তার হোসেন ও এমদাদ মোল্লা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মহসিন মিয়া, হোমনা উপজেলা বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম, জয়পুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ ইমরান হোসেন, ভাষানিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ওয়াসিম আকরাম প্রমূখ।
এসময় প্রধান অতিথি এম এ মতিন খান বলেন, গণতন্ত্রের মানস কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। পাশাপাশি দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে, তার নিরাপদ দেশে ফেরার জন্যও দোয়া কামনা করেন তিনি।