কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন এর রঘুনাথপুর আনন্দ বাজারে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৯ই মার্চ শনিবার বিকালে উপজেলার রঘুনাথপুর আনন্দ বাজার বস্কর আলী মাঠে ৯নং ওয়ার্ড মেম্বার মো শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহাম্মেদ এর আয়োজনে ও নবজাগরণ রক্তদান সংগঠনের সুমন মোবারকের সৌজন্যে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বালুয়াকান্দি নূরনবী একাদশ বনাম রঘুনাথপুর একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার বড় ছেলে ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাদল মোল্লা।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ'লীগের সহ দপ্তর সম্পাদক মো. জালাল সরকার, ভিটিকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেনু স্বর্নকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সৌদি আরব প্রবাসী নূর নবী সরকার, এসহাক মোল্লা জুয়েল, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক সরকার,ছালিয়াকান্দি এম বি এফ ব্রিকসের মালিক মোঃ মনির হোসেন,বিশিষ্ট সমাজসেবক মূর্শিদ বেপারী,আনোয়ার স্বর্নকার, আলম স্বর্নকার, মাইন উদ্দিন প্রধান, মোঃ বশির আহাম্মেদ,মোকবল হোসেন প্রধান নূুর মোহাম্মদ ভূইয়া, মোঃ জসিম উদ্দিন, জামাল হোসেন,আবু মুসা জুয়েলসহ হাজারও খেলা প্রেমী দর্শক।
হুমায়ুন কবির,মেহেদী হাসান, নাজমুল হোসেন, বাবুল আহাম্মেদ,পলাশ আহাম্মেদ এর মাঠ ও পরিচালনায় মোঃ মনির হোসেন মাস্টার এবং সুমন মোবারক এর যৌথ ধারা বিবরণীতে ৬০ মিনিট খেলা শেষে ১-০ গোলে রঘুনাথপুর একাদশ জয় লাভ করে।
খেলার আয়োজক কমিটি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়
এফআর/অননিউজ