তিতাসে কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কালাচান্দকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও তালিমুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও বৃত্তি পুরষ্কার প্রদান উপলক্ষে ৩৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বাদ আসর থেকে সারা রাত্র ব্যাপি ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা প্রাঙ্গণে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল ইসলাম এতিমখানার সভাপতি আলহাজ্ব আরিফ মুহাম্মদ শাহ আলম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার, তিতাস উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্লা প্রমূখ।

সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালাচান্দকান্দি মাদরাসার সভাপতি হাজি মোঃ নাসির উদ্দিন।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি গোলাম মোস্তফা, হযরত মাওলানা কামরুল ইসলাম আরেফী, মাওলানা হযরত আলী আনসারী, হযরত মাওলানা আবু ইউসূফ হেলালী প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, আতাউর রহমান শানু, ব্যবসায়ী আঃ সাত্তারসহ ইসলাম প্রিয় তাওহীদি জনতা। পরে কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার মাদ্রাসার ফান্ডে দুই লক্ষ টাকা প্রদান করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের জাগ্রত নাগরিক (স্বজন) ও এলাকাবাসি।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ