কুমিল্লার তিতাসে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে " স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই স্লোগানে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আশিক-উর- রহমান,উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারুজ্জামান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওমর ফারুক,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী জুনায়েদ,সাতানী ইউপি চেয়ারম্যান মো.শামসুল হক সরকার,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী,কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ, কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহিম সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা,জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ,মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউপির সচিব ও সদস্যরা।
এফআর/অননিউজ