কুমিল্লার তিতাসে নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকাল নয়টায় বাতাকান্দি বাজারের মাহাবুব ডেন্টাল কেয়ারে ৪০ জন সুবিধা বঞ্চিত মানুষের হাতে এই অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি কবি, সংগঠক, কলামিস্ট মোঃ আলী আশরাফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব আলী, সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ বশির আহমেদ, সাংবাদিক এসএ ডিউক ভূইয়া ও বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের তিতাস উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান শ্যামল।
এফআর/অননিউজ