কুমিল্লার তিতাসে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। তিতাস থানার এসআই খালেকুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল ২৩.১৫ ঘটিকার সময় কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম মোঃ লিটন ভূইয়া (৩৮), পিতা-মোঃ রশিদ ভূইয়া, সাং-কলাকান্দি মধ্যপাড়া ভূইয়া বাড়ি, ০২নং ওয়ার্ড ইউপি-কড়িকান্দি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।
কড়িকান্দি বাজারের মেইন রোডস্থ মজিদপুর রোডের রাস্তার মাথা থেকে বর্ণিত আসামীর হেফাজত হতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উল্লেখিত ঘটনায় মামলা রুজু করতঃ আজকে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিষয়টি তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ নিশ্চিত করেছেন।