তিতাসের মজিদপুরে পেয়ারা পারাকে কেন্দ্র করে মোঃ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তার বাড়ি মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে। তার বাবার নাম আঃ লতিফ।
১৭ ডিসেম্বর বিকাল ৫ টায় একই গ্রামের মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন নজরুলের স্ত্রী রাশিদা।
পরে নজরুল ইসলামকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ পোস্টমডেম করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। লাশের গায়ে কোন ইনজুরি নেই, তবে যেহেতু একটা অভিযোগ এসেছে। তাই লাশ পোস্টমেডাম করার পর বুঝা যাবে ঠিক কি কারণে মারা গেছে। থানায় এখনো কোন মামলা হয় নি।