কুমিল্লার তিতাসে ফ্রিজ- কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি প্রবাসী ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে "মাদককে না বলি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি" এই স্লোগানে গত শনিবার বেলা ১ টার দিকে নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি খেলার মাঠে ফ্রিজ-কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ গ্রহণ করে চর চারপাড়া একাদশ বনাম জিয়ারকান্দি একাদশ।
এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা।নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.মজিবুর রহমান শান্তির সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.কামাল পারভেজ,স্থানীয় সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ মাসুরা বেগম প্রমুখ।
খেলায় অংশ গ্রহণকারী জিয়ারকান্দি একাদশকে হারিয়ে প্রথম পুরস্কার লাভ করেন চর-চারপাড়া ক্রিকেট একাদশ।
এফআর/অননিউজ