কুমিল্লার তিতাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত ৪ জুলাই সোমবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির, কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সালাম,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোস্তাক আহমেদ ভূঁইয়া,জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জমির আলী, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ।অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হন জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় ধারা ভাষ্যকার ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন। এরপর বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।