তিতাস (কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার তিতাসে বাক প্রতিবন্ধী নাসিমা বেগম (৫২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ থানা পুলিশ।
তিনি উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের আচমত আলী আজগরের স্ত্রী। সোমবার(২৪জুলাই) সকালে নিজ বাড়ী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী আলী আজগর বলেন, রাতে দুজনেই এক সাথে ঘুমিয়ে ছিলাম,কখন সে বের হয়েছে আমি বলতে পারবো না।
নিহতের ছেলে হাসান মিয়া(১৫)বলেন, ভোর আনুমানিক সোয়া পাঁচটা, তখন আমি মায়ের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাথরুমের পাশে পরে আছে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে বাবাকে ঘুম থেকে উঠায়,পরে আমরা দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে চিকিৎসক আমার মাকে মৃত ঘোষনা করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, বাক প্রতিবন্ধী নাসিমা আক্তারের লাশ তার নিজ বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে। এখনই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তদন্ত ও ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।