কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন মানবিক ডাক্তার খ্যাত মোঃ কাউসার খান। ৭ মার্চ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মাদ্রাসার বঙ্গবন্ধু কর্ণারে এই কার্যক্রমের শুভ করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এইচএম সাদেক হোসেন।
এসময় তিনি প্রায় ৬৫ জন রোগি দেখেন এবং ৩০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের আলো আয়োজিত এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সংগঠক, লেখক ও "নিরাপদ চিকিৎসা চাই" সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আলী আশরাফ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক হালিম সৈকত, সহ সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মুন্সি, দপ্তর সম্পাদক তৈয়ব আলী, সদস্য আলমগীর হোসেন, সুশীল সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা রুহুল আমিন, তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহমেদ প্রমূখ।