কুমিল্লার তিতাসে ভূট্টাখেতের পাশে ফেলে যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ। শুক্রবার (৩ মার্চ) বিকেলে উপজেলার মজিদপুর গ্রামের দক্ষিণ চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিদপুর গ্রামের দক্ষিণ চকের পাড়া ভূট্টাখেতের পাশে কৃষি জমির সেচ প্রকল্পের ড্রেনে বাজারের ব্যাগে কাপড় দিয়ে মোড়ানো একটি ছেলে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা।
এবিষয়ে তিতাস থানার এস আই ইমরুল বলেন, ভূট্টাখেতের একপাশে ড্রেনে বাজারের ব্যাগে ওড়না দিয়ে মোড়ানো অজ্ঞাত এক নবজাতককে কে বা কারা রেখে যায়। খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, অজ্ঞাত এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি আনজুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে। পুলিশ বাদী হয়ে একটি মামলা রজু হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com