হালিম সৈকত।
কুমিল্লার তিতাসে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনষ্টিটিউশনের এসএসসি ২০০৯ ব্যাচের ছাত্র- ছাত্রীদের রি-ইউনিয়ন ১ জুলাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি, তিতাস উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মোঃ আঃ হাই মোল্লা, সাবেক শিক্ষক মোঃ কবির আহম্মেদ মাষ্টার ও আঃ বাতেন ভূইয়া প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তণ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আল মামুন সরকার ছোটন, সাধারণ সম্পাদক সালমান হাসান, যুগ্ম সম্পাদক রঞ্জন চন্দ্র দাস, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, সাইফুল ইসলাম জীবন ও মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নূরে আলম আহমেদ (মাহি) ও সুজিত দাস।
সকাল থেকেই ২০০৯ ব্যাচের সকলে জড়ো হতে থাকে। একে একে প্রায় ৫০ জন মিলিত হয় মিলনমেলায়। গান, হাসি, ঠাট্টা আর গল্পে ফিরে যায় সেই স্কুল জীবনে। সকলের চোখে মুখে তৃপ্তির ঢেউ।