কুমিল্লার তিতাস উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০২২ উদযাপন উপলক্ষে আলোচা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় এমপি সেলিমা আহমাদ মেরী বলেন, রাকজাকার, বিএনপি, জামায়াত শিবিরের সন্তানদের গায়ে এখন মুজিব কোট। সকলেই এখন আ'লীগ। আজকে জাতীয় শহিদ দিবসে তারা অনুপস্থিত। তিনি আরও বলেন, প্রকৃত আ'লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ আ'লীগের কোন বিকল্প নাই।
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম মোর্শেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) কে এম আবু নওশাদ, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস,মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ,সাবেক সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ। উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মজিদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার,ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রু খন্দকার রুবেল, বঙ্গবন্ধু পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি মাহফুজ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন প্রমূখ। এছাড়াও মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণের পূর্বে উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি ও তাহার সাথে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা।