তিতাসে যুবলীগ নেতা জামাল হত্যার পলাতক আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হত্যার প্রতিবাদে ও পলাতক আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন মঙ্গলবার সকাল ১১ টায় জিয়ারকান্দি-গৌরীপুর ব্রিজ সংলগ্ন সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহাম্মেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, জামালের ছোট ভাই কামাল হোসেন, নিহতের স্ত্রী ও জামাল হত্যা মামলার বাদী পপি আক্তার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা আক্তার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক সরকার, তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুকবুল হোসেন সরকার,
তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, তিতাস উপজেলা তাঁতীলীগের সভাপতি রেজাউল ইসলাম মোল্লা,তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক হারুণ অর রশিদ, তিতাস উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মান্নান মুন্সি,জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, আমির হোসেন মেম্বার, জাকির হোসেন মেম্বার ও শাহ আলম মেম্বার, ওসমান খান মেম্বার ও পরশ সরকার প্রমূখ।